আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

সার্জেন্ট আনিসের সহযোগিতায় হারিয়ে যাওয়া মোটরসাইকেল ফিরে পেলেন প্রকৃত মালিক

 

বাহাউদ্দীন তালুকদার :
রাজধানীর মিরপুর দারুসসালাম থানাধীন টেকনিক্যাল এশিয়া হোটেলের সামনে মোটরসাইকেল রেখে হোটেলে খেতে যান আরিফুল ইসলাম সাগর। পরবর্তীতে এসে দেখতে পান মোটরসাইকেল চুরি হয়ে গেছে। অনেক খুঁজাখুঁজি করার পর পুলিশ কন্ট্রোল রুমকে অবগত করেন আরিফুল ইসলাম সাগর। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিরপুর ট্রাফিক বিভাগের মিরপুর জোনের টেকনিক্যাল পুলিশ বক্সে দায়িত্বরত সার্জেন্ট আনিসুর রহমান পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে গাড়ির নাম্বার জানতে পেরে ঐ মোটরসাইকেল উদ্ধার করে প্রকৃত মালিক আরিফুল ইসলাম সাগরকে ফেরত দেন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর ২৩) রাত ১০.৩০ মিনিটে মিরপুর দারুসসালাম থানাধীন টেকনিক্যাল এলাকায় এ ঘটনা ঘটে।

সার্জেন্ট আনিসুর রহমান সূত্রে জানা যায়, মিরপুর টেকনিক্যাল পুলিশ বক্সে রাত্রীকালীন ডিউটিতে (রাত ১০:৩০মি) আসার সময় পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে জানতে পারেন (ঢাকা মেট্রো- ল-৪১-৪৯০৫) মোটরসাইকেলটি আনুমানিক রাত ৯ টায় চুরি হয়েছে দারুসসালাম থানাধীন এশিয়া হোটেলের সামনে থেকে। সার্জেন্ট আনিসুর রহমান ডিউটিতে আসার সময় টেকনিক্যাল বিআইএইচএস ডায়বেটিস হাসপাতালের সামনে উক্ত নাম্বার সদৃশ্য গাড়ীটি রাস্তার পাশে চালক বিহীন পরিত্যক্ত অবস্থায় দেখতে পাই এবং তাতক্ষণিক বিষয়টি সিনিয়র অফিসারদের অবিহিত করেন। সিনিয়র অফিসারদের পরামর্শক্রমে ডেলটা থ্রীর মাধ্যমে থানার গাড়ী আসলে দারুসসালাম থানার এস আই হাবিব এবং উক্ত গাড়ীর মালিক আরিফুল ইসলাম সাগর পিতা: আমজাদ হোসেন, বাগবাড়ী উত্তরপাড়া, ১৪৬/গ, দারুসসালাম, মিরপুর-১, ঢাকা। ডেল্টা থ্রীর মাধ্যমে খবর পেয়ে আসলে উক্ত গাড়ীর কাগজ পত্র যাচাই বাছাই করে চোরাই গাড়ীটিকে প্রকৃত মালিক আরিফুল ইসলাম সাগরকে বুঝিয়ে দেওয়া হয়। এ বিষয়ে ডেল্টা থ্রীতে একটি জিডি করা হয়। জিডি নং-৭৬৯। তারিখ:২২/০৯/২০২৩।

এ বিষয়ে আরিফুল ইসলাম সাগর বলেন, পুলিশ জনগণের সেবা করে তা আজকে প্রমাণ পেলাম। আমি কখনো ভাবিনি আমার মোটরসাইকেলটি এতো দ্রুত ফেরত পাব। আমি সার্জেন্ট আনিসুর রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ