অলিউল হক ডলার,নাচোলঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাল্যবিবাহ নিরোধ ও মাদক প্রতিরোধে জনসচেতনা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার বেলা ১১টার দিকে নেজামপুর উচ্চ বিদ্যালয় উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন এর সভাপতিত্বে ৪টি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উপস্থিতে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।
বিশেষ অতিথির বক্তব্য দেন ভাইসচেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাশেম ওবায়েদ, আবাসিক মেডিকেল অফিসার আসাদুর রহমান বিপ্লব ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন নেজামপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইব্রাহিম মন্ডল খলিল,নেজামপুর আলিম মাদ্রাসার সভাপতি এনামুল হক, নেজামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুদ্দিন, নেজামপুর আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাহবুব আলম, মুসলিম পুর গার্লস একাডেমীর প্রধান শিক্ষক সেরাজুল ইসলাম, লক্ষীপর উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক ইয়াকুব আলীসহ,অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, ছাত্র ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেজামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বাদশা।
পরে সচেতনতামূলক নাটিকা অনুষ্ঠিত হয়।
Leave a Reply