আজ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকা-১৪ আসনে আ.লীগের মনোনয়ন কিনলেন বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু এমপি-দৈনিক বাংলার নিউজ

 

বাহাউদ্দীন তালুকদার :
ঢাকা-১৪ আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন শাহ্ আলী থানা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু এমপি।

শনিবার (১৮ নভেম্বর ২৩) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু এমপির পক্ষে মনোনয়ন ফরম কেনেন আওয়ামী লীগ নেতা হাজী তজিমুদ্দিন, কবির চৌধুরী মুকুল, মাজহারুল কবীর মিধাত, আবু তালেব মেম্বার, ফয়সাল খান, কবির হোসেন, শিশির আহমেদ।

জানা যায়, ১৯৭০ ইং সালে বৃহত্তর মিরপুর থানা ছাএলীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, ১৯৭১ ইং সালে মহান মুক্তিযুদ্ধে সক্রীয় ভাবে অংশগ্রহণ!, ১৯৭২ ইং সালে নিউ মডেল ডিগ্রি কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ থেকে জি.এস নির্বাচিত হয়েছেন, ১৯৮৩ ইং সালে বৃহত্তর মিরপুর থানা মুক্তিযোদ্ধা কমান্ডার নির্বাচিত হয়েছেন, ১৯৯৩ ইং সালে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ০৮ নং ওর্য়াড আওয়ামীলীগ মনোনীত কমিশনার পদে জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, ১৯৯৪ ইং সালে বৃহত্তর মিরপুর থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন, ২০১৬ ইং সালে শাহআলী আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন, মিরপুর ১ নং সেকশনস্থ শাহআলী থানাধীন মুক্তিযোদ্ধা সুপার মার্কেট এর চেয়ারম্যান হিসাবে দক্ষতা ও সুনামের সহিত দায়িত্ব পালন করেন, মিরপুর ১ নং সেকশনস্থ শাহ আলী থানাধীন মেকফেয়ার কোম্পানি লিঃ এর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন, মিরপুর ১ নং সেকশনস্থ শাহআলী থানাধীন হযরত শাহআলী বালিকা উচ্চ বিদ্যালয়ের-চেয়ারম্যান পদে অত্যান্ত দক্ষতা ও সুনামের সহিত দায়িত্ব পালন করেন, বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকান্ডে দক্ষতা ও সুনামের সহিত দায়িত্ব পালন করেন। ছাত্র জীবন থেকেই মুজিব আর্দশে উজ্জীবিত হয়ে আওয়ামীলীগের একনিষ্ঠ সৈনিক হিসাবে রাজনীতিতে সংক্রীয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৯০ সালে স্বৈরাচারী এরশাদ সরকার বিরোধী আন্দোলনসহ বিএনপি-জামায়াত জোটের বিভিন্ন আন্দোলন বিরুদ্ধে সক্রীয়ভাবে অংশ গ্রহন এবং আন্দোলনরত অবস্থায় বিএনপি-জামায়াত কর্তৃক পুলিশ দ্বারা নির্যাতিত হয়েছে। ২০২১ সালে ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগ মনোনীত হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

মনোনয়ন ফরম কেনার বিষয়ে জানতে চাইলে বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের সহযোগী হতে চাই। ঢাকা-১৪ আসনকে স্মার্ট আসন হিসেবে গড়ে তুলতে চাই। ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করে আজীবন শেখ হাসিনার একজন সৈনিক হিসেবে ঢাকা-১৪ আসনকে আওয়ামী লীগের ঘাটি তৈরি করতে কাজ করে যাচ্ছি। বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিরোধে জনগণের-জান মালের নিরাপত্তা দিয়ে যাচ্ছি। আমি বিশ্বাস করি দলের প্রতি আমার অবদানের কথা বিবেচনায় নিয়ে তিনি আমাকে আবারও মনোনয়ন দেবেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকায় সাধারণ মানুষ আজ নানা সুযোগ-সুবিধা পাচ্ছেন। দেশের উন্নয়ন হচ্ছে। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনা সরকারের মনোনীত নৌকার প্রার্থীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। জনগণের ভাগ্য পরিবর্তন করে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে শেখ হাসিনার অগ্রণী ভূমিকা আছে। আর বর্তমান দেশের উন্নয়নের গতিশীলতা জনগণের কাছে দৃশ্যমান। দেশের উন্নয়নে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com